ওয়াশিংটন, ৩১ জানুয়ারি (হি.স.) : বুধবার বালতিমোর মসজিদে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| ধর্মীয় বিদ্বেষ ক্রমশ যে ভয়ঙ্কর আকার ধারণ করছে, তার থেকে অব্যাহতি দিতে এই প্রথম আমেরিকার মসজিদে যাচ্ছেন ওবামা | আমেরিকায় ক্রমশ মুসলিম বিদ্বেষ বেড়েই চলেছে, তাই প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিতে চলেছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে|
মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে| যেখানে উপস্থিত থাকবেন তিনি| বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানাবেন ওবামা| হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে মসজিদে এদিন ওবামা আমেরিকাবাসীকে সুরক্ষা ও সম্প্রীতির বার্তা দেবেন| ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে যাওয়ার বার্তা দেবেন তিনি|
এর আগে ডোনাল্ড ট্রাম্পের করা মুসলিম বিরোধী মন্তব্যের জেরে প্রতিবাদ জানিয়েছিলেন ওবামা| মুসলিম বিদ্বেষ ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন আমেরিকাবাসীর কাছে| প্রেসিডেন্ট হিসেবে এটাই শেষ বছর ওবামার| এর আগে অন্যান্য দেশের মসজিদে গিয়েছেন তবে তবে আমেরিকায় এবারই প্রথম যাবেন|