BRAKING NEWS

ছত্তিশগঢ়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, জখম কনস্টেবল

chhattisgarhরায়পুর, ১২ জানুয়ারি (হি.স.): মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন এক পুলিশ কনস্টেবল| মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগঢ়ের সুকমা জেলায়| পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি)-র এক কনস্টেবল| তাঁকে জগদলপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে|
সুকমার এএসপি সন্তোষ সিং জানিয়েছেন, এদিন সকালে সুকমা জেলার টোংপোল থানার কুন্নার ঘন জঙ্গলে মাও দমন অভিযান চালায় রাজ্য পুলিশ| ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান চালায়| এই দুই বাহিনীর জওয়ানরা যখন পুরো কুন্না জঙ্গল ঘিরে ফেলে, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা| পুলিশও পাল্টা গুলি চালায়| দু’পক্ষের এই গুলি বিনিময়ের সময়ই জখম হন ডিআরজি-র এক কনস্টেবল| এএসপি সন্তোষ সিং বলেছেন, মাওবাদীদের ছোঁড়া একটি গুলি ডিআরজি-র ওই কনস্টেবলের ডান পায়ে লেগেছে| গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই কনস্টেবলকে জগদলপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *