BRAKING NEWS

২০১২ সালে দিল্লির উদ্দেশে সেনাবাহিনীর দুটি ইউনিটের এগিয়ে আসার খবর সত্যি ঃ মনীষ তিওয়ারি

manish tiwariনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে শনিবার এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় ও তথ্য সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি দাবি করেন, ২০১২ সালে দিল্লির উদ্দেশে সেনাবাহিনীর দুটি ইউনিটের এগিয়ে আসার খবর সত্যি | ২০১২ সালের ৪ এপ্রিলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সেই খবর প্রকাশিতও হয়| পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কেন্দ্রের অনুমতি ছাড়া সেনাবাহিনীর দুটি দল দিল্লির দিকে এগিয়েছিল| সেই সময় সেনাপ্রধান ছিলেন ভি কে সিংহ| তখন এই খবরের সত্যতা ইউপিএ সরকার স্বীকার না করলেও, গতকাল এক বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে এই খবরের সত্যতা স্বীকার করেন মনীশ তিওয়ারি|
যদিও সঙ্গে সঙ্গে এই দাবি খারিজ করে দেন প্রাক্তন সেনা প্রধান তথা বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ| তাঁর দাবি বর্তমানে মনীশ তিওয়ারির কোনও কাজ নেই| তাই তিনি এসমস্ত বিষয় অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন| প্রাক্তন সেনা প্রধানের দাবি, তাঁর আত্মজীবনী কারেজ অ্যান্ড কনভিকশন পড়ে দেখে তবেই মনীশ তিওয়ারির কোনও মন্তব্য করা উচি| সেখানে সমস্ত ঘটনা স্পষ্ট ভাষায় লেখা আছে| সেই বই পড়ে দেখলেই কংগ্রেস নেতার সমস্ত ধারণা বদলে যাবে| এই বইতে প্রাক্তন সেনা-প্রধান বিভিন্ন ঘটনার জন্যে আত্মসমালোচনাও করেছেন| তারমধ্যে যেমন রয়েছে সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম, তেমনই রয়েছে অপারেশন ব্লু-স্টারে ইন্দিরা গান্ধীর ভূমিকাও|
মনীশ তিওয়ারি গতকালকের বই প্রকাশ অনুষ্ঠানে দাবি করেন, ২০১২-র ১৬ জানুয়ারি রাতে হরিয়ানার হিসার থেকে রাইসিনা হিলসে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল সেনাবাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ইউনিট| তাদের ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল| এত বড় একটা ঘটনা ঘটতে চলেছিল অথচ সরকার তার কিছুই জানত না| মনীশ তিওয়ারি জানান সেই সময় তিনি প্রতিরক্ষমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন| তাঁর ভাষায় এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা| তবে সেনা অভু্যত্থান বিতর্কে ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরকে একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন ভি কে সিংহ|
এদিকে এপ্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির মন্তব্য, মনীশ তিওয়ারির এই দাবির কোনও গ্রহণযোগত্যা নেই দলের কাছে| কংগ্রেসের তরফে এই দাবির সত্যতা খারিজ করে দেওয়া হয়েছে| তিনি জানিয়েছেন, তাঁর সহকর্মী মনীশ তিওয়ারি নিরাপত্তা সম্পর্কিত কোনও কমিটির কোনও সদস্যই ছিলেন না কখনও| তাঁর দাবি নিরাপত্তার কারণে বিশেষ কিছু সময় সেনাবাহিনীর অভিযানের প্রয়োজনীয়তা থাকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *