BRAKING NEWS

আলোচনা চালিয়ে যাওয়া উচিত, শরিফকে ফোন কেরির

kerry nawazওয়াশিংটন, ১০ জানুয়ারি (হি. স.) : পাঠানকোট হামলায় পাকিস্তানের উপর আরও একধাপ চাপ বাড়াল আমেরিকা | রাতে পাক প্রধানমন্ত্রী শরিফকে ফোন জন কেরির | পাঠানকোট হামলার তদন্তে পাক সরকারের অবস্থান জানতে নওয়াজ শরিফকে ফোন মার্কিন সচিব জন কেরির | পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রে খবর, নওয়াজ শরিফ সরকার পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা প্রসঙ্গে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ | জানা গিয়েছে, এবিষয় তিনি স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন |
কেরিও জানিয়েছেন, তদন্ত এগিয়ে নিয়ে যেতে ও সত্যিটা সামনে আনতে মার্কিন সরকারের তরফে তাঁরা সব ধরনের সাহায্য পাবে | মূলত নওয়াজ শরিফ সরকারের পক্ষে দাবি জানানো হয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদীকে নির্মূল করতে তাঁরা বদ্ধপরিকর|
সূত্রের তরফে জানা গিয়েছে, মার্কিন সচিব মনে করেন, উপমহাদেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারত ও পাকিস্তান দুপক্ষেরই একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলা উচিত| এদিকে মার্কিন সচিব সেইসময়ই শরিফকে ফোন করলেন, যখন ভারতীয় গোয়েন্দামাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সঙ্গে যোগ রয়েছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর| কেরি আরও জানিয়েছেন, মার্কিন সরকার আশাবাদী যে এই হামলার পরও ভারত-পাক সরকারের মধ্যে আলোচনা চলবে| একমাত্র আলোচনার মাধ্যমেই এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান সম্ভব| তবে এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করতে ভোলেননি মার্কিন সচিব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *