নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হিস) ঃ দেশে কালো টাকার রমরমা ঠেকাতে নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ বিদেশ সফরে ৫০ হাজার টাকার ওপরে বিল মেটালে এবার থেকে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হচ্ছে৷ এই মর্মে এক নির্দেশিকাও জারি করেছে অর্থ মন্ত্রক৷ পাশাপাশি ২ লক্ষ টাকার ওপরে গয়না এবং ১০ লক্ষ টাকার বেশি স্থবর সম্পত্তি কেনার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড৷ আগামী ১ জানুয়ারি থেকেই এই নয়া নিয়ম কা/কর হবে৷ এর আগে সরকারি নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকার সম্পত্তি ক্রয়েই বাধ্যতামূলক ছিল প্যান কার্ড৷ কিন্তু নয়া এই নির্দেশিকায় ছোট বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ এছাড়াও এককালীন ব্যাঙ্কে ৫০,০০০ টাকা নগদ জমা রাখার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে প্যান৷ গত মাসে সংসদে অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন, ব্যাঙ্কে ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক৷ কিন্তু নয়া নির্দেশিকায় তা ৫০ লক্ষ করা হয়েছে৷ এছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা ছাড়া যেকোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই লাগবে প্যান কার্ড৷
2016-01-01