শহরে বাইক চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ রাজধানী আগরতলা শহরে বাইক চুরির হিড়িক লেগেছে৷ রবিবার শহরের পৃথক স্থান থেকে দুটি বাইক চুরি হয়ে গিয়েছে৷ এই বিষয়ে পূর্ব আগরতলা থানায় বাইকের মালিকরা পৃথকভাবে এফআইআর করেছেন৷ কিন্তু, পুলিশ বাইকগুলি উদ্ধার করতে পারেনি৷ জানা গিয়েছে, কলেজটিলা এলাকা থেকে দিলীপ সাহার টিআর- ০১-৭৩৪৯ নম্বরের একটি বাইক চুরি হয়েছে৷ অন্যদিকে, জেলরোড এলাকা থেকে টিআর-০১-৪-৬৬৮৬ নম্বরের একটি বাইক চুরি হয়েছে৷ এখানে উল্লেখ করা যায়, গত কিছুদিন ধরে পূর্ব আগরতলা থানা এলাকায় বেশ কিছু বাইক চুরি হয়েছে৷