নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ কদমতলা-কুর্তি আসনে প্রার্থী তালিকা ঘোষণা দিল বিজেপি৷ এই আসনে বিজেপির যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়কে প্রার্থী করা হয়েছে৷ এই একটি মাত্র আসনেই প্রার্থী দেওয়া বাকি ছিল বিজেপি-আইপিএফটি জোটের৷ TweetShareShare0 Shares 2018-01-30