নয়াদিল্লি, ৬ অগাস্ট (হি.স.) : মাঠের মধ্যে পড়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হল এক যুবকের টুকরো টুকরো করা দেহ| কাটা দেহ মাঠের মধ্যে দুটি ব্যাগে পড়ে থাকতে দেখেন কয়েকজন নোংরা কুড়ুনি| এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে| ঘটনাটি ঘটেছে রবিবার সকালে
দিল্লির নজফগড় এলাকায়| দুটি ব্যাগের মধ্যে কাটা দেহ পড়ে থাকতে দেখে কয়েকজন নোংরা কুড়ুনিরা পুলিশকে খবর জানায়|
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগ দুটিকে উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠায়| ঘটনার তদন্তও শুরু করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মুখ, ধড়, পা ও হাত টুকরো টুকরো অবস্থায় ওই ব্যাগ থেকে পাওয়া যায়| ওই যুবকের আনুমানিক ৱয়স ৩৫ ৱছর| ওই যুবকের হাতে ওম ট্যাটু রয়েছে| তা থেকে তাঁর পরিচয় জানতে সুবিধে হবে বলে পুলিশ মনে করছে| ঘটনাস্থলে কোনও রক্তের দাগও পাওয়া যায়নি| ওই যুবককে অন্য কোনও জায়গায় খুন করা হয়েছে| তারপর দেহটিকে টুকরো টুকরো করে ব্যাগ ভরে মাঠের মাঝে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান|
2017-08-06
