নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া ছয় বিধায়ক অচিরেই দিল্লীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ এবং তার আগে সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের সঙ্গে সাক্ষাত করবেন৷ দিল্লীতেই তাদের বিজেপিতে আসার বিষয়টি শুনিশ্চিত হয়ে যাবে৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া ছয় বিধায়ক বিজেপিতে যাওয়া নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করেছেন তাদের সমর্থকদের সঙ্গে৷ বৈঠকে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিনভর আলোচনা হয়েছে৷ জানা গেছে, ২৪ অথবা ২৫ তারিখ তারা দিল্লি যাচ্ছেন৷ প্রথমে তারা সর্বভারতীয় সম্পাদক রামমাধব এবং পরে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন৷ দিল্লী থেকে ফিরে আসার পরই তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন৷ তাদের স্বাগত জানাতে রামমাধবও আগরতলায় আসবেন৷ তবে এই ছয় বিধায়ক ঐক্যবদ্ধ নন বলেও জানা গেছে৷ তাদের মধ্যে দিলীপ সরকার পৃথক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন৷ উল্লেখ করা যেতে পারে এই ছয় বিধায়কের মধ্যে দিলীপ সরকার বিজেপির সঙ্গে আগে থেকেই সম্পর্ক দৃঢ় ছিল এবং তৃণমূলের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়ায় ছিলেন৷ সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্র্বচনে ছয় বিধায়কের প্রত্যেকেই বিজেপির প্রত্যাশী রামনাত কোবিন্দকে ভোট দিয়েছেন৷ জানা নিয়েছে, বিধায়ক দিলীপ সরকার নিজ বিধানসভা কেন্দ্রে বিজেপির এক জনসমাবেশের মধ্য দিয়ে বিজেপিতে যোগ দেবেন৷ এই ছয় বিধায়ক বিজেপিতে যোগ দিলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ অন্যখাতে বইবে বলে রাজনৈতিক মহলের অভিমত৷
2017-07-23

