মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মান্দাই খাদ্য গুদামের স্টোর কিপার বিপ্লব সিংহ রায়কে ২ দিনের রিমান্ডে নিল পুলিশ৷ মামলার তদন্ত বিবরণী দেখার পর ধৃতকে রিমান্ডে রেখে টানা জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন বিচারক৷ তার বিরুদ্ধে মান্দাই খাদ্য গুদামের মজুত চিনি, চাল, আটা বিপুল পরিমানে নয়ছয়ের অভিযোগ রয়েছে৷ রাজ্য খাদ্য দফতরের এক শীর্ষ স্থানীয় আধিকারিক জানিয়েছেন, এই লুটপাটের বহর এতটাই যে লুটের সামগ্রী টাকার অঙ্ক কোটি টাকার কাছাকাছি হবে বলে ধারণা করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসার পর জিরানিয়া মহকুমার এসডিএম হিসাব করে অভিযোগের সত্যা পান৷ ২০১০ সাল থেকে শুরু এই লুটকান্ডের হিসাব করে সংশ্লিষ্ট এসডিএম জানতে পারে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই খাদ্য গুদাম থেকে সাড়ে সাত লাখ কেজি চাল চুয়ান্ন কেজি চিনি, এক হাজার শাতশ কেজি গম বা আটার কোন হদিশ নেই৷ এরপরই মহকুমা শাসক দায়িত্ব প্রাপ্ত এই স্টোর কিপারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন৷ যদিও এই অভিযোগ মূলে পুলিশ স্টোর কিপারকে গ্রেফতার করতে ব্যথা হয়৷ তবে বেশ  কিছুদিন পালাতক থাকার পর অভিযুক্ত বিপ্লব আদালতে আত্মসমর্পণ করে৷ কিন্তু পুলিশের তরফে আগেই তাকে রিমান্ডে পাওয়ার আবেদন থাকায় এদিন বিচারক তার জামিন নাকচ করে দিয়ে জেল হাজতে পাঠায় এবং কেইস ডায়েরি সহ ধৃতকে ফের আদালতে হাজির করা হলে বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন৷