ফরোয়ার্ড ব্লকেরনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ নেতাজী সুভাষচন্দ্র বসু’র মৃত্যুর তদন্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য বিকৃত করছে৷ প্রতিবাদে সরব সারা ভারত ফরোয়ার্ড ব্লক৷ অনুরূপ কর্মসূচীর অঙ্গ হিসাবে আজ দুপুরে ত্রিপুরা রাজ্য ফরোয়ার্ড ব্লক কমিটির উদ্যোগে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন৷ ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির নেতৃত্বের অভিযোগ মুখার্জি কমিশনের রিপোর্টকে ভুল ব্যাখ্যা দিতে গিয়ে লেজে গোবরে প্রধানমন্ত্রী৷ বিকৃত তথ্যের জন্য দেশবাসীর সামনে ক্ষমা চাইতে হবে মোদিকে৷ ফরোয়ার্ড ব্লকের নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের বিকৃত তথ্য অবিলম্বে প্রত্যাহার করার ঘোষণা করা, ভূল তথ্যের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত ক্ষমা চাওয়া, নেতাজীর মৃত্যুর রহস্য উদঘাটনে কেন্দ্রকে ‘মুখার্জি’ কমিশনের রিপোর্টকে মান্যতা প্রদান করতে হবে৷ মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু রহস্য চেপে রাখার নেপথ্যে কেন্দ্রের গভীর ষড়যন্ত্র রয়েছে৷ দেশবাসীকে বোকা বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর মুখ্য কান্ডারী মোদি৷ নেতাজী মৃত্যু ইস্যু নিয়ে বিক্ষোভ আন্দোলনে এমনভাবেই কেন্দ্র বিরোধী সুর চড়ান ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা৷ দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই একই ইস্যুতে লাগাতর আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়া হবে৷ শুধু রাজ্যে নয় বহির্রাজ্যেও প্রতিবাদ আন্দোলন জারি থাকবে৷
2017-06-06

