BRAKING NEWS

দিল্লি, মুম্বইয়ে সন্ত্রাসী হামলার শঙ্কা, জারি রেড অ্যালার্ট

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.):সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হল দিল্লি, মুম্বই সহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো শহরে| গোয়েন্দারা মনে করছেন, মূলত দিল্লি, মুম্বই-এর মতো শহরগুলিতে বড়সড় হামলার পরিকল্পনা করছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| শুক্রবার গোয়েন্দাদের তরফে জানানো হয়েছিল, দিল্লি, মুম্বই সহ অন্যান্য শহরে হামলার জন্য লস্করের ২০ থেকে ২১ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে| জঙ্গি নাশকতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বড় শহরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে|

দিল্লি পুলিশ সূত্রের খবর, দিল্লি, মুম্বই, রাজস্থান ও পঞ্জাবে জঙ্গিরা গোপন ডেরা তৈরি করেছে| শনিবার রাজধানীর সমস্ত জায়গায় পুলিশি নজরদারি কড়া করা হয়েছে| বিভিন্ন মেট্রো স্টেশন, রেল স্টেশন, শপিং মল, জনবহুল মার্কেট, ধর্মীয় স্থান প্রভৃতি জায়গাতেই টহলদারি বাড়ানো হয়েছে| পুলিশের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, যে কোনও সন্দেহভাজন ব্যক্তির উপর কড়া নজর রাখা হচ্ছে| সন্দেহের তালিকায় রয়েছে প্রাইভেট গাড়ি ও যানবাহনও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *