পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ৬ এপ্রিল৷৷ পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, খোয়াই গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা নয়ন সূত্রধর(৩৩) বৃহস্পতিবার নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে নির্মাণ কাজ করার সময় জলের পাম্পে গোলযোগ দেখা দেয়৷ তখন নয়ন সূত্রধর পাম্পটি সারাই করতে শুরু করেন৷ পাম্প সারাই করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন৷ সঙ্গে সঙ্গে তাকে চেবরি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রতিবেশীরা৷ সেখান থেকে চিকিৎসকরা তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা৷ প্রতিবেশীরা জানিয়েছেন, তার পরিবারে কেউ নেই৷ বাবা মারা গেছেন অনেক দিন আগেই৷ মা প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে৷ মা মারা যাবার পর জেলা শিক্ষা দপ্তরে ডাই-ইন-হারনেসে তিনি চাকুরী পান৷ বিয়ে করার প্রস্তুতি চলছিল, তাই তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন৷ কিন্তু, আজ নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, কাঞ্চনপুরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হন অমর চাকমা(৩২) নামে এক ব্যাক্তি৷ জানা গেছে, কাঞ্চনপুরের মিতিছড়া এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই৷ গতকাল করাতে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করার গ্যাং ফেঁটে যায়৷ তাতে তার শরীরের অনেকটা পুড়ে যায়৷ প্রথমে তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷