বেজিং, ২৫ মার্চ (হি.স.): সেন্ট্রাল চিনের হেনান প্রদেশে পৃথক দু’টি সোনার খনিতে দুর্ঘটনায় মৃতু্য হয়েছে অন্তত ১০ জনের| অসুস্থ হয়ে পড়েছেন আরও বেশ কয়েকজন| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় সময় শুক্রবার রাতে কালো ধেঁায়ায় ঢেকে যায় লিঙ্গবাও শহরের চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কুইনলিং স্বর্ণখনি| ভিতরেই আটকে পড়েন ১২ জন খনি কর্মী ও ম্যানেজমেন্টের ৬ জন কর্মী| খনি থেকে শুক্রবার রাতেই উদ্ধার করা হয় ৭ জনের মৃতদেহ| জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন আরও এক জন প্রাণ হারান| বাকি ৯ জনের চিকিত্সা চলছে| খনির ভিতরে আটকে পড়া এক জনের খেঁাজ মেলেনি|
পাশেই অপর একটি খনিতে শুক্রবার দুর্ঘটনা ঘটেছে| আটকে পড়েন ৬ জন| তঁাদের মধ্যে ২ জনের মৃতু্য হয়েছে| বাকি ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|