স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তুলে স্বাস্থ্য অধিক্রতার নিকট ডেপুটেশন যুব কংগ্রেসের, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি

আগরতলা, ১৭ অক্টোবর :
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে। এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার স্বাস্থ্য অধিকর্তা নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।

যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, স্বাস্থ্য দপ্তর সম্প্রতি ৮৫টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ১৮ হাজারেরও বেশি শিক্ষিত বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে যুব কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, রাজ্য সরকার ২০১৮ সালে যে নিয়োগ নীতি ঘোষণা করেছিল, তার আওতায় প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সিলেবাস প্রকাশ ও ওএমআর শিটে পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক বলে নির্দেশ ছিল। কিন্তু বাস্তবে স্বাস্থ্য দপ্তর ২০২১ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০২৪ সালে যে পরীক্ষা নিয়েছিল, সেখানে এই নীতি সম্পূর্ণভাবে লঙ্ঘন করে সিলেবাস প্রকাশ ছাড়াই সাদা কাগজে পরীক্ষা নেওয়া হয়, যা দুর্নীতি ও অনিয়মের পথ সুগম করে।

তাঁর অভিযোগ, এবারও একই অনিয়মের পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই, আগামী ২৫ ও ২৬ অক্টোবরের নির্ধারিত নিয়োগ পরীক্ষা অবিলম্বে স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং সিলেবাস প্রকাশসহ ওএমআর শিটে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে দাবি করেন তিনি।