নেহালচন্দ্রনগরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত যুবক

বিশালগড়, ৩০ এপ্রিল: বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হন টিটু মজুমদার নামে এক যুবক।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নেহালচন্দ্রনগর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই যুবককে।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত জিবি হাসপাতালে রেফার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আহত যুবকের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।