বৈকুন্ঠ স্মৃতি মহিলা লীগ ফুটবলে জম্পুইজলাকে রুখে দিল বিশ্রামগঞ্জ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জম্পুইজলার জয় রুখে দিল বিশ্রামগঞ্জ। সেয়ানে সেয়ানে লড়াই ছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিল মাঠে। নিছক অর্থে ডার্বি ম্যাচ ছিল মহিলা লিগ ফুটবলে। জম্পুইজলা প্লে সেন্টার বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ টুর্নামেন্ট এর ষষ্ঠ ম্যাচ। খেলাটি ১-১ গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধের ১৮ মিনিটে গোল। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা যতই এগুচ্ছে, জম্পুইজলার মেয়েরা বিশেষ করে পোখীলা বোড়ার গোলটিকে পুঁজি করে রক্ষণভাগে গুরুত্ব বাড়িয়ে গোলটি ধরে রাখার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ রচনা করতেও ভুল করেনি। পক্ষান্তরে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের মেয়েরাও গোলটি শোধ করার লক্ষ্যে ক্রমাগত আক্রমণ রচনা করতে থাকে। শেষ পর্যন্ত ৭৫ মিনিটের মাথায় লিসাম লারি দেবী গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী ১৫ মিনিটের খেলা যথেষ্ট উত্তেজনাপূর্ণ হলেও জয় সূচক গোলের সন্ধান কেউ পায়নি। এক-এক গোলে ড্র ম্যাচ থেকে দুই দল পয়েন্টও এক-এক করে ভাগাভাগি করে নিয়েছে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিশ্রামগঞ্জ এর অঞ্জলিকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অসীম বৈদ্য, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: সকাল ৮টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলমান সংঘ বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল।