নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগষ্ট৷৷ বুধবার সকাল ৯১৫ মিনিটে ঘটে চড়িলাম বাজার এলাকায় পুরাতন স্টেট কোন অপারেটিভ ব্যাঙ্কের পাশে এক মমান্তিক যান দুর্ঘটনা৷ আজকাল দুর্ঘটনা যেন মানুষের নিত্যসঙ্গী৷ আজ চড়িলাম বাজার এলাকায় ঘটে এখ মমান্তিক যান দুর্ঘটনা৷ ইে দুর্ঘটনায় আহত হন একজন সাধারন ব্যবসায়ী বাদল ভৌমিক (৪৬)৷ তাঁর বাড়ি বিশালগড়ের কদমতলী এলাকায়৷ আগরতলা থেকে খুব দ্রুত বেগে আসছিল টিআর-০৩-৩৫৭৩ নম্বরের একটি মেক্স গাড়ি৷ গাড়িটি এসে ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইক আরোহী বাদল ভৌমিক কে৷ এতে টিআর-০৭ -৯৭৯২ নম্বরের বাজার্জ পালসার বাইক আরোহী সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন৷ রক্তাক্ত অবস্থায় প্রথমে অগ্ণিনির্বাপক দপ্তরের জোয়ায়রা বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্ত্তি করান৷ কিন্তু তাঁর অবস্থা খুব বেগতির দেখে কর্ত্যবরথ চিকিৎসক হাপানিয়া মেডিক্যাল কলেজে হাসপাতালে পাটিয়ে দেন৷ তাছাড়া বিশালগড় পুলিশবাহিনীর কর্মীরা এসে চড়িলামে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে আনেন৷ পড়ে এলাকায় সাধারন মানুষের সহযোগিতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্তন করতে সক্ষম হয়৷ অবশ্য মেক্স গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ মেক্সগাড়ি ও বাইক দুটোকেই পুলিশ বিশালগড় থানায় নিয়ে যায়৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারন জনগন প্রশাসনকেই দায়ী করছেন৷ স্থানীয় জনগন প্রশাসনের পরিষেবার ব্যবস্থার প্রতি উদাসীন্য ভাব উপলব্ধি করেছেন বলে জানান৷ কিন্তু যথেষ্ট তদারকি হচ্ছে না, ফলে প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘঠনা৷ সেখানে শত শত যাত্রী ও মানুষের প্রান সংশয়ের সম্ভাবনা, সেই পরিষেবা বাড়িয়ে আধুনিকীকরন করে প্রশাসনের উচিত দুর্ঘটনা যাতে ঘটতে না পারে তার সব রকম ব্যবস্থা গ্রহন করা৷ এই ব্যাপারে প্রশাসন কুম্ভনিদ্রায় আচ্ছন্য৷