BRAKING NEWS

গুজরাটে ৬ মাসে ১,০৫২ হার্ট অ্যাটাকে মৃত : গুজরাটের শিক্ষামন্ত্রী

আহমেদাবাদ, ১ ডিসেম্বর (হি.স.) : গত ছয় মাসে গুজরাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মোট ১,০৫২ জনের মৃত্যু হয়েছে, বলে শুক্রবার জানান গুজরাট রাজ্যের শিক্ষামন্ত্রী কুবের দিন্দর। গান্ধীনগরে সংবাদমাধ্যমকে একথা বলেন শিক্ষামন্ত্রী কুবের দিন্দর।

তিনি আরও বলেন, মৃতদের ৮০ শতাংশই ১১-২৫ বছর বয়সী। হার্ট অ্যাটাকের ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে, প্রায় দুই লক্ষ স্কুল শিক্ষক এবং কলেজের অধ্যাপকদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) করার প্রশিক্ষণ করা হয়। এই ধরনের চিকিৎসা জরুরি পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী পদক্ষেপ। গুজরাটে গত ছয় মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ১,০৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ছিল ১১ থেকে ২৫ বছরের মধ্যে। গান্ধীনগরে সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, প্রতিদিন ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা ১৭৩টি কার্ডিয়াক ইমার্জেন্সি কল পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *