মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের বিশেষ প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। জাতীয় দাবায় ভালো খেলতে হলে কী কী করা দরকার তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিলেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। ২১ সেপ্টেম্বর থেকে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতা। তাতে রাজ্যের বেশ কয়েকজন খুদে দাবাড়ু এবারই প্রথম অংশ নেবে। খুদে দাবাড়ুদের কথা মাথায় রেখেই মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে বুধবার ওই বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিলো। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিসবাড়িতেই হয় ওই শিবির। তাতে জাতীয় আসরে দাবাড়ুদের কীভাবে লিখে খেলতে হবে, কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দেন অনুপম। ত্রিপুরার ওই আন্তর্জাতিক আরবিটরের প্রশিক্ষণ পেয়ে খুশি খুদে দাবাড়ুরা। যা জাতীয় আসরে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করছে কানিষ্ক চৌধুরি, আবন্তিকা চক্রবর্তী , দীবাঙ্গি শীল , অয়নজিৎ নাগ-‌রা। দাবাড়ুদের পাশাপাশি অভিভাবকরাও শিবিরে অংশ নেন যা ছিলো লক্ষ্যনীয়। ‌শিবিরের শেষে সংবর্ধনা জানানো হয় সদ্য রাজ্য অনূর্ধ্ব-‌৯ দাবায় চ্যাম্পিয়ন মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচারিয়াকে। নিজ সেন্টারে সংবর্ধিত হয়ে আপ্লুত অন্তরীপ। প্রতিশ্রুতি দেয় জাতীয় আসরেও ভালো ফলাফল করা নিয়ে।