আদানি ইস্যুতে লোকসভায় হইহট্টগোল, ডিজিটাল মাধ্যমে সভার কাজ হল রাজ্যসভায়

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে পন্ড হয়ে গেল সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজকর্ম। বুধবার বেলা এগারোটা নাগাদ শুরু হয় লোকসভার অধিবেশন, এদিন শুরু থেকেই আদানি ইস্যুতে উত্তাল হয় লোকসভা। তাই দুপুর দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

অন্যদিকে, ডিজিটাল মাধ্যমে এদিন সভার কাজ হল রাজ্যসভায়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ডিজিটাল মাধ্যমে এদিন সভার কাজ পরিচালনা করেন, যা নিজের সৃষ্টি করল। এদিকে, নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে এদিন সকালেও নিজেদের মধ্যে বৈঠকে বসেন সমমনোভাবাপন্ন বিরোধীরা। আবার সংসদের কাজকর্ম ঠিকভাবে না হওয়ায় এদিনই ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন।