রাউৎখলায় আটক নয়জন বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷  রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে শনিবার রাউৎখলা থেকে আটক নয় জন বাংলাদেশী রোহিঙ্গা৷ তাদের  তুলে দেওয়া হয় বিশালগড় থানা পুলিশের হাতে৷ জানাযায় বিশালগড় রাউৎখলার এলাকাবাসীদের নজরে আসে সাতজন মহিলা , দুজন পুরুষ ঘোরাফেরা করছে৷  তাদের কথাবার্তার মধ্যেও রয়েছে অসংলগ্ণতা৷  এরপরই এলাকাবাসী তাদেরকে আটক করে৷  পরিচয় জানা যায় প্রত্যেকেই বাংলাদেশী রোহিঙ্গা৷ রাজ্যের কোন এক ব্যক্তি তাদেরকে বাংলাদেশ থেকে এই রাজ্যে অবৈধভাবে নিয়ে আসেন৷ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে রোহিঙ্গাদের ভারতে প্রবেশ নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এলাকাবাসীর খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ আটক রোহিঙ্গাদের উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়৷ তবে জানা যায় নয় জন রোহিঙ্গা আটক হওবার আগে একটি গাড়ি করে গোলাঘাটি চলে যায় প্রায় ১২ থেকে ১৪ জন রোহিঙ্গা৷ একটি চক্র তাদের সিমান্ত পারপার করে নিয়ে আসতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে৷