বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়ার নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া শহর সংলগ্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে জিরোপয়েন্টে কাঁটা তারের বেড়া দেবার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ মিলেছে৷
বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার বরাত পেয়েছে এনবিসি৷ সংস্থাটি স্থানীয় কিছু ঠিকেদারের মাধ্যমে কাঁটাতারের বেড়া দেবার কাজ চালানোর চেষ্টা করছে৷ স্থানীয় এসব ঠিকেদাররা অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাঁটাতারের বেড়া দেবার কাজ চালিয়ে যাচ্ছে৷ নিম্নমানের ইট, বালু, সিমেন্ট, পাথর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে৷ নরম মাটির উপরই ঢালাই দেওয়া হচ্ছে৷ পাথরের মধ্যে থাকা বালু দিয়েই কাজ চালানো হচ্ছে৷ সাইড ওয়াল নির্মাণেও নিম্নমানের কাজ করা হচ্ছে৷ সামান্য চাপ লাগলেই সাইডওয়াল ভেঙ্গে পড়ছে৷ তাতে ক্ষুব্ধ এলাকার মানুষ৷ সীমান্ত এলাকায় মানুষ নিম্নমানের কাজের আপত্তি জানালেও তাতে কর্ণপাত করছে না দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার৷ তদারকি কর্তৃপক্ষের এসব বিষয়ে কোন তদারকিও নেই৷ এসব বিষয় জেলাশাসক, মহকুমা শাসক সহ নেতাদের জানানো হলেও তারা তাতে কোন কর্ণপাত করছেন না৷
অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করার জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে, রাজ্যের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে, সেদিক দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এবং চোরাকারবার চলছে পুরো দমে৷