লন্ডন,২০ সেপ্টেম্বর (হি. স.): দীর্ঘ ২৪ বছরের টেনিস কেরিয়ারের ইতি ঘটতে চলেছে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা লেভার কাপের পরই প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নেবেন রজার ফেডেরার। আর সেই কারণে কেরিয়ারের শেষ এটিপি টুর্নামেন্ট খেলতে লন্ডনে পা রাখলেন কিংবদন্তি এই টেনিস তারকা।
আয়োজকরা নেটমাধ্যমে এই ছবি পোস্ট করে লিখেছেন, “লেভার কাপ খেলতে লন্ডনে পা রাখলেন ফেডেরার।” লেভার কাপে রজারের দলে থাকবেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। টিম ইউরোপের হয়ে খেলবেন সুইস কিংবদন্তি। এই দলের কোচ হিসেবে থাকবেন বিয়োর্ন বর্গ। কেরিয়ারের শেষ টুর্নামেন্টে রজারকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী মিরকা, রজারের বাবা-মা এবং তাঁর পরিবারের সদস্যরা।
এই দিন সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রজারের ফিজিক্যাল ট্রেনার পিয়ের পাযানিনি বলেন, “লেভার কাপে শেষ পর্যন্ত খেলতে পারবে কি না, তা নিয়ে অনেকটা সময় ভেবেছে রজার। তার জন্য আমাকে নিয়ে দীর্ঘ সময় বিশেষ অনুশীলন করে বুঝে নেয় শরীর কতটা সঙ্গ দিতে পারবে। সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই রজার এই প্রতিযোগিতায় খেলার বিষয়ে সম্মতি দিয়েছে। আশা করি, সেরা ছন্দেই ওকে দেখা যাবে।” তিনি আরও বলেন, “লেভার কাপে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেডেরার ঠিক করেছে। ওর মতো কিংবদন্তি কোর্টের প্রিয় সতীর্থ এবং প্রতিপক্ষদের সঙ্গে খেলে বিদায় জানাবে প্রিয় খেলাকে, সেটাই তো সকলে দেখতে চান। রজার নিজেও সেটা মনেপ্রাণে চায় বলেই খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটুকু ধকল নেওয়ার ক্ষমতা ও এখনও রয়েছে।”

