নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ ২০১৬-১৭ সালের প্রথম তিনমাসের জন্য ভোট অন একাউন্ট বিধানসভায় পেশ হয়েছে৷ এছাড়াও ২০১৫-১৬ সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিও পেশ করা হয়েছে৷ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা ২০১৬-১৭ সালের প্রথম তিনমাসের জন্য ৩২৬৪ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ করেছেন৷ এছাড়াও এদিন অর্থমন্ত্রী ১৩৬২ কোটি ৭৬ লক্ষ টাকার ২০১৫-১৬ সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিও পেশ করেছেন৷
2016-01-12