বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : এন ভি রামানা

ঔরঙ্গাবাদ, ২৩ (হি.স.): যে কোনও সমাজের জন্য আদালত অত্যন্ত প্রয়োজনীয়। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। অভিমত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার। শনিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের অ্যানেক্সি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, “বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাই গণতন্ত্রের সবচেয়ে বৃহৎ শক্তি। আদালতই সাংবিধানিক ন্যায়বিচারের অধিকারকে নিশ্চয়তা দেয়।” তিনি আরও বলেছেন, “আদালতের জন্য ভালো জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার সর্বদাই একটি চিন্তার বিষয়।”

ভারতীয় আদালতের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এন ভি রামানা বলেছেন, “ভারতীয় আদালতের জরাজীর্ণ অবস্থার জন্যই বিচারবিভাগীয় কাজ সম্পাদনে সমস্যা হচ্ছে।” রামানা আরও বলেছেন, “কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর কাছে ন্যাশনাল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি তৈরির জন্য প্রস্তাব পাঠিয়েছি আমি। সংসদের আসন্ন অধিবেশনে এই প্রস্তাব দ্রুত গৃহীত করার জন্য আমি মন্ত্রীকে অনুরোধ করছি।” এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজুও উপস্থিত ছিলেন।