কোভিডের আগ্রাসন নিরন্তর কমছে ভারতে, সক্রিয় রোগী কমে ০.৫৪ শতাংশ

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): ভারতে কোভিডের প্রকোপ ও আগ্রাসন নিরন্তর কমছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৫৮ জন, ২৩১ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্ৰমণ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। সোমবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৪৭০ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.১৪ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৮৩,১১৮ জন (২২৭ দিনের মধ্যে সর্বনিম্ন রোগীর সংখ্যা), বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৬,৫৭৬ জন। ২০২০ সালের মার্চের পর এই প্রথম দেশে সর্বোচ্চ সুস্থতার হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৩,০৫৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৫৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন, ২০২০ সালের মার্চ থেকে সর্বনিম্ন। ভারতে ৯৮.৬৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৮৭ লক্ষ ৪১ হাজার ১৬০ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৬৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫২,৪৫৪ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে রোজই বাড়ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৪৭০ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৪,৫৮,৮০১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.১৪ শতাংশ। দেশে এই মুহূর্তে সাপ্তাহিক সংক্রমণের হার ১.৩৬ শতাংশ, বিগত ১১৬ দিন ধরে ৩ শতাংশের নীচে এবং দৈনিক সংক্রমণের হার ১.১১ শতাংশ, ৫০ দিন ধরে ৩ শতাংশের নীচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *