রাজ্যের ৫৮টি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীতকরণ, তালিকায় কাছাড়-করিমগঞ্জ, ব্রাত্য হাইলাকান্দি

হাইলাকান্দি (অসম), ৯ অক্টোবর (হি.স.) : রাজ্যের ৫৮টি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করছে রাজ্য সরকার। তালিকায় স্থান পেয়েছে বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ জেলা, কিন্তু রহস্যজনক ভাবে ব্রাত্য রয়ে গেছে হাইলাকান্দি!
গত ৭ অক্টোবর অসম মাধ্যমিক শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব এফএইচ চৌধুরী (এসিএস) রাজ্যের বিভিন্ন জেলায় ৫৮টি প্রাদেশিকীকৃত হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার নির্দেশ জারি করেছেন। এই তালিকায় রয়েছে বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ জেলার নাম। উভয় জেলায় তিনটি করে হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার কথা বলা হয়েছে। কিন্তু দীর্ঘ এই তালিকায় স্থান পায়নি হাইলাকান্দি জেলার কোন হাইস্কুলের নাম।

কাছাড় জেলার যে তিনটি হাইস্কুলকে সরকারিভাবে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়েছে এগুলো যথাক্রমে বাঁশকান্দি রানিপুরের বাঁশকান্দি হাইস্কুল, বিন্নাকান্দি জগাই-মথুরা হাইস্কুল এবং পালইরবন্দ গার্ডেন হাইস্কুল। এই তিনটি হাইস্কুলই লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই। মূলত, তাঁর প্রচেষ্টায় ওই বিধানসভা এলাকার তিনটি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়েছে।

করিমগঞ্জ জেলার তিনটি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়েছে। এগুলো তিলভূমের রসিক নাথ হাইস্কুল, লাতু হাইস্কুল এবং গৌরগোবিন্দ হাইস্কুল। তিলভূমের রসিক নাথ হাইস্কুল পাথারকান্দি বিধানসভা আসনের অধীন, লাতু হাইস্কুল উত্তর করিমগঞ্জের অধীন এবং গৌরগোবিন্দ হাইস্কুল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের অধীন। কিন্তু এই তালিকায় ব্রাত্য হাইলাকান্দি জেলা। এখানে একটি হাইস্কুলকেও হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হয়নি।

অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব এফএইচ চৌধুরী স্বাক্ষরিত প্রকাশিত তালিকা অনুযায়ী বঙাইগাঁও জেলায় সর্বাধিক ১১টি প্রাদেশিকীকৃত হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বাকসা জেলায় একটি, বরপেটায় দুটি, বিশ্বনাথ জেলায় দুটি, বঙাইগাঁওয়ে ১১টি, কাছাড় জেলায় তিনটি, দরং জেলায় ছয়টি, ডিব্রুগড়ে তিনটি, মরিগাঁও জেলায় দুটি, নলবাড়িতে একটি, ওদালগুড়িতে দুটি, ধুবড়িতে একটি, গোলাঘাট জেলায় চারটি, যোরহাটে দুটি, কামরূপে ছয়টি, করিমগঞ্জ জেলায় তিনটি, কোকড়াঝাড়ে দুটি, লখিমপুরে একটি, নগাঁওয়ে একটি এবং শোণিতপুর জেলায় চারটি হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করার কথা বলা হয়েছে।

তবে এ সব হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হলেও বেঁধে দেওয়া হয়েছে বেশ কয়টি শর্তাবলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *