প্রতিষ্ঠিত ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

আগরতলা, ১৩ অক্টোবর: নিজ দোকান থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে।

পুলিশ জানিয়েছেন, আজ সকালে আগরতলা মসজিদপট্টি এলাকায় নিজ দোকানের তৃতীয় তলা থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে অনেকবার ফোন করা হলেও কোনো সাড়া না মেলায় সন্দেহের উদ্রেক হয়। পরে মসজিদপট্টিস্থ তাঁর দোকানে গিয়ে খোঁজ করলে তৃতীয় তলা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।

সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বলেছে, এটি আত্মহত্যা না কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।