প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষী বিভিন্ন সমস্যায় জর্জরিত : পবিত্র কর

আগরতলা, ৫ জুলাই : প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষীদের বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের কৃষকদের অবস্থা খুবই খারাপ। আগামীদিনে কৃষকদের দাবী পূরণের লক্ষে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্য সরকার যতই জনসম্মুখে বলে বেড়ান যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। কিন্তু কেন্দ্র সরকার একবার এই মন্তব্য উল্লেখ করে নি। একথায়, রাজ্য সরকারের নেতৃত্ব রা জনসম্মুখে কৃষকদের নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, দেশের কৃষকদের অবস্থা খুবই খারাপ। ত্রিপুরায় কৃষি ব্যবস্থা বলতে কিছুই নেই।

এদিন তিনি বলেন, গতকাল অর্থাৎ রাজ্যের প্রায় ১ লক্ষ ৮০ হাজার রাবার চাষীদের বিভিন্ন সমস্যা সম্বলিত ১০ দফা দাবী নিয়ে ত্রিপুরা রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই দাবী পূরণের লক্ষে আগামী দিনে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়েছে।

তাঁদের দাবিগুলো হল, রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ৫০,০০০ হাজার টাকা পরিচর্যা বাবদ ভতুর্কির ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েব সাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে।

পাশাপাশি, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সার ভতুর্কিতে সরবরাহ করা, রাবার চাষিদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিকেট ফ্রিতে প্রদান করা,
গরীব ও মাঝারি চাষিদের রুলার মেসিন এবং ধোয়া ঘর তৈরীতে ৫০% ভতুর্কি দেওয়া, বন্ধ আরপিএস গুলিকে চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে নতুন টেপারদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, উন্নতমানের রাবার সিট তৈরীতে কৌশল রপ্ত করতে রাবার বোর্ডের মাধ্যমে সোসাইটি ও রাবার চাষিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা এবং ত্রিপুরায় রাবার চাষকে সম্প্রসারণ করতে রাবার বোর্ডকে প্রয়োজনীয় সকল প্রকার দায়িত্ব নেওয়া হোক।

Leave a Reply