মুখ্যমন্ত্রীর কথায়, সমাজ বিরোধীদের সঙ্গে কোন আপোষ করা হবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা: বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ জুন : নিগো মাফিয়া, সমাজ বিরোধীদের সঙ্গে কোন ধরনের আপোষ করা হবে না। বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটা বললেও বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। সরকারি বিভিন্ন দপ্তরেই এই সমাজবিরোধীরা বসে আছেন। প্রশাসনের সর্বক্ষেত্রেই চলছে দুর্নীতি, সজন পোষণ। একপ্রকার মাফিয়ারাই বিভিন্ন দপ্তরকে নিয়ন্ত্রণ করছেন। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলার কথা বললেও বাস্তবে চিত্র সম্পূর্ণ আলাদা। প্রশাসনিক স্তরে রদবদল হচ্ছে। একের পর এক আধিকারিকগণ দায়িত্বভার গ্রহণ করছেন। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তেমন কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এদিন বিরোধী দলনেতা বিগত বেশ কয়েকদিনের ঘটনা তুলে এনে বলেন, গত ১৭ তারিখ সিপিআইএম বিশালগড় পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় এক বাড়িতেও হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। এছাড়াও সমসাময়িক আরো বেশ কিছু ঘটনায় পুলিশের সহযোগিতা নেই বলেই অভিযোগ করেন এদিন বিরোধী দলনেতা।

এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ।