গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে চারা গাছ বিতরণ

আগরতলা, ১৬ জুন : সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশ তম পূর্ব আগরতলা অঞ্চল সন্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পথ চলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ করেন সমিতির নেত্রীরা।

এদিন সমিতির নেত্রী বলেন, আগামী বছর জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রাজ্যের মোট ১৪৬৮টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে। তাই এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করছে তাঁরা। তাই আজ ধলেশ্বর এলাকায় পথ চলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে।

এদিন তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ নারী সমিতির তরফ থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।