কোহিমা, ১০ জুন: “বিকশিত কৃষি সংকল্প অভিযান” -এ নাগাল্যান্ড অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত রাজ্যের ৭৪৬টি গ্রামে মোট ৭০,১৬৯ জন কৃষকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে নাগাল্যান্ড “বিকশিত ভারত@২০৪৭” ভিশনের আওতায় এক নজিরবিহীন অংশগ্রহণমূলক কৃষি উন্নয়ন মডেল তুলে ধরেছে।
“অপ্রাপ্তদের কাছে পৌঁছানো”—এই মূলমন্ত্রকে সামনে রেখে ভিকেএসএ-র মাধ্যমে পুরুষ ও মহিলা কৃষক, কৃষিজীবী নারী, গ্রামীণ যুবক-যুবতী, স্বনির্ভর গোষ্ঠী, এবং কৃষক উৎপাদক সংগঠনগুলি সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। শুধু ৩ ও ৪ জুনেই রাজ্যের ১০,০০০-এর বেশি কৃষক অভিযানটিতে অংশ নেন, যা মাঠপর্যায়ে সুশৃঙ্খল পরিকল্পনা ও সংগঠনের প্রমাণ।
অভিযানটিতে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনজন বিধায়ক, একজন সাংসদ, সমস্ত জেলার ডেপুটি কমিশনার, আইসিএআর-এর আধিকারিক, এবং সেন্ট্রাল অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি ও এসএএস-এর প্রতিনিধিরা এই উদ্যোগে অংশ নিয়ে তা আরও মজবুত ভিত্তি প্রদান করেন।
ভিকেএসএ-র মাধ্যমে নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী কৃষি প্রথা ও জীববৈচিত্র্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটছে। এই উদ্ভাবনী পদ্ধতি রাজ্যকে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে। কর্মকর্তারা জানান, এই অভিযানের সাফল্যের পেছনে রয়েছে এক শক্তিশালী জনগণনির্ভর আন্দোলন, যেখানে গ্রাম পরিষদ ও অন্যান্য গ্রামীণ প্রতিষ্ঠানগুলির সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ভিকেএসএ নাগাল্যান্ডে শুধুমাত্র কৃষিকে নয়, সামাজিক ও অর্থনৈতিক বিকাশকেও ত্বরান্বিত করছে। এটি জাতীয় স্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা -এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভারতের পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
১২ জুন পর্যন্ত চলা এই অভিযানে নাগাল্যান্ড এখন একটি “রোল মডেল” হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাফল্য প্রমাণ করে যে, “বিকসিত কৃষি”-র পথ ধরেই সম্ভব “বিকসিত ভারত”।