নয়াদিল্লি, ১০ জুন: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের ক্রীড়া পরিকাঠামো সংক্রান্ত একটি প্রবন্ধ শেয়ার করেছেন, যেখানে বিগত ১১ বছরে এই খাতে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই রূপান্তর ভারতকে একটি বৈশ্বিক ক্রীড়া শক্তিতে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী ড. মনসুখ মাণ্ডবিয়ার এক্স পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন: “কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @mansukhmandviya তুলে ধরেছেন, কীভাবে গত ১১ বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামো নজিরবিহীনভাবে সম্প্রসারিত হয়েছে। যুবসমাজ এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে এবং এই রূপান্তর ভারতকে একটি বৈশ্বিক ক্রীড়া শক্তিতে পরিণত করছে।”
উল্লেখ্য, গত এক দশকে ভারতজুড়ে বিভিন্ন রাজ্যে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স, স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার ও অ্যাকাডেমি গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। ‘খেলো ইন্ডিয়া’ ও অন্যান্য সরকারি প্রকল্পগুলির মাধ্যমে যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে যুক্ত করতে সরকার তৎপর হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরণের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভবিষ্যতে অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।