তেল আভিভ, ১০ জুন: বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ সহ ১২ জন মানবাধিকার কর্মীকে ইসরায়েলি কর্তৃপক্ষ নির্বাসনের উদ্দেশ্যে তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে এসেছে। তাঁরা সবাই একটি মানবিক সহায়তা বহনকারী নৌকায় করে গাজা অভিমুখে যাত্রা করছিলেন, যখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যারা নির্বাসনের প্রক্রিয়া মেনে নেয়নি বা ইসরায়েল ত্যাগে অস্বীকৃতি জানিয়েছে, তাঁদেরকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সামনে পেশ করা হবে।
এই মানবিক মিশনটি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছিল, যার লক্ষ্য ছিল গাজা অঞ্চলে গুরুত্বপূর্ণ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। নৌকাটিতে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও তুরস্কের নাগরিকরা ছিলেন।
ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলের সঙ্গে আলোচনা করেন এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির আহ্বান জানান।
ঘটনাটি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে এবং মানবিক সহায়তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।