মাঙ্গান, ৮ জুন : উত্তর সিকিমের চাটেন এলাকায় সামরিক ক্যাম্পে ভয়াবহ ধসের পর নিখোঁজ হওয়া ছয়জন সেনা জওয়ানের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত সেনা জওয়ানের নাম সাইনুদিন পি কে। তিনি ধসে নিখোঁজ হওয়া সেনা সদস্যদের একজন ছিলেন।
মাঙ্গানের পুলিশ সুপার সোনম ডেটচু ভুটিয়া জানিয়েছেন, “১ জুন চাটেনের সামরিক ক্যাম্পে ধসের পর নিখোঁজ ছয়জন সেনা সদস্যের মধ্যে একজন সাইনুদিন পি কে-র মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি পাঁচজনের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।”
এই ধসের ঘটনায় ইতিমধ্যেই তিনজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখযোগ্যভাবে, টানা ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে রাস্তাঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
এছাড়াও, খারাপ আবহাওয়ার কারণে লাচেন, লাচুং ও চুংথাং এলাকায় প্রায় ২,০০০ পর্যটক দীর্ঘদিন ধরে আটকে পড়েছিলেন। পরে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সড়ক ও বিমানপথে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়।
উদ্ধারকাজে নিযুক্ত দলগুলোর তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও ধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও নিখোঁজ সেনা সদস্যদের খোঁজে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।