বালোদ, ১৬ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের বালোদ জেলায় ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ভয়াবহ এই দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডন্ডি থানার অন্তর্গত ভানুপ্রতাপপুর-ডাল্লিঝাড়া সড়কের চৌরহাপাওয়াদের কাছে। অতিরিক্ত পুলিশ সুপার অশোক যোশী বলেছেন, একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা এসইউভি গাড়িতে ধাক্কা মারে, এতে ৬ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।