নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি ও সে দেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর পরামর্শ, বিজেপি অন্তত চোখ খুলুক এবং সংখ্যালঘুদের বাঁচাক।
সোমবার রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমাদের সাহসী নেত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এদেশের গর্ব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেখানে (বাংলাদেশে) যে বিশৃঙ্খলা চলছে, অন্তত এই (বিজেপি) লোকজনকে চোখ খুলে সেখানকার সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা করা উচিত।”