BRAKING NEWS

আলীগড়ে গ্যাস লিকেজে অসুস্থ ৫ জন, চিকিৎসাধীন হাসপাতালে

আলীগড়, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আলীগড়ে একটি মাংস কারখানায় গ্যাস লিকেজে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫ জন। তাঁদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে আলীগড়ের অমরপুর কোন্ডলা এলাকায় একটি মাংস কারখানায় গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছে।

আলীগড়ের মুলকান সিং জেলা হাসপাতালের চিকিৎসক শচীন বর্মা বলেছেন, “চারজন নারী ও একজন পুরুষ ছিলেন। অমরপুর কোন্ডলা থেকে তাঁদের এখানে আনা হয়েছে। তাঁদের এখানে নিয়ে আসা ব্যক্তি নিজেকে জান্নাত আলী বলে পরিচয় দেন। তাঁরা বলেছিল, গ্যাস লিকেজ হওয়ার কারণে ৫ জন জ্ঞান হারান। আমরা তাঁদের প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন সরবরাহ করেছি। আমরা যখন কাগজপত্র নিয়ে কাজ করছিলাম, তখন জান্নাত আলী আমাদের না জানিয়ে চলে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *