BRAKING NEWS

“তাঁর সঙ্গীত মানবতাকে একত্রিত করার সুতো হয়ে থাকবে”, জাকির হুসেনকে শ্রদ্ধা অমিত শাহ

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর হি.স.): প্রয়াত শিল্পী জাকির হুসেনের স্মৃথির প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “একটা ছন্দ আজ নিস্তব্ধ হয়ে গেল। তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন জির মৃত্যুতে আমি ব্যাথিত। বাদ্যযন্ত্রের প্রতিভায় আশীর্বাদপ্রাপ্ত, হুসেন জি ছন্দের পিছনে আবেগ জাগিয়ে ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে এমন মাস্টারপিস তৈরি করেছিলেন। তাঁর সঙ্গীত মানবতাকে একত্রিত করার সুতো হয়ে থাকবে।”

প্রসঙ্গত, রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বিশ্ববরেণ্য তবলাবাদককে। সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *