আগরতলা, ২৮ নভেম্বর: স্বৈরাচার মাথা চাড়া দিলে ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবেই। বর্তমানে বাংলাদেশে তাই হচ্ছে। তার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ
সরকারের প্রতি মানুষের পুঞ্জিভূত ক্ষোভ ছিল। এই সরকারকে হটাতে বাংলাদেশে বর্তমান সরকার শাসন ক্ষমতায় বসেছে।
এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার চাইছে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক তৈরী করতে।
এদিন তিনি আরও বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর হাজার হাজার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে। আসলে কোনো দেশে রাষ্ট্র পরিচালনায় মৌলবাদ বসে তখন ওই দেশের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। এর তীব্র জানিয়েছেন তিনি।