BRAKING NEWS

দিল্লিতে তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, আধিকারিকদের প্রহার অভিযুক্তের

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): তল্লাশি অভিযানে গিয়ে আবারও আক্রান্ত ইডি। বৃহস্পতিবার সকালে সাইবার দুর্নীতি মামলার তদন্তে দিল্লির বিজওয়াসন এলাকায় যায় ইডি-র একটি দল। অভিযোগ, ওই মামলায় অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন হঠাৎই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়। তদন্তকারীদের মারধর করেন অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা।

ইডি জানিয়েছে, সেখানে পাঁচজন ছিল এবং তাদের মধ্যে একজন পালিয়ে যায়। একটি এফআইআর দায়ের করা হচ্ছে। এই ঘটনায় ইডি-র এক অতিরিক্ত পরিচালক আহত হয়েছেন। উল্লেখ্য, ইডি-র হাই-ইনটেনসিটি ইউনিট বৃহস্পতিবার ভারত জুড়ে পরিচালিত একটি বিশাল সাইবার ক্রাইম নেটওয়ার্কের সঙ্গে জড়িত শীর্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে।

একটি মোবাইল অ্যাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্রেই ওই সংস্থার মালিক অশোক শর্মার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশির পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলার সময়ে হঠাৎই অশোক এবং তাঁর পরিবারের সদস্যেরা তদন্তকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *