নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:
ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিলের প্রথম রেজিস্ট্রেশন আজ সম্পন্ন হয়েছে। রাজ্যে প্রথম রেজিস্ট্রেশনটি লাভ করেন ডাঃ বিংশতি দে।রেজিস্ট্রার মনোরঞ্জন দেববর্মার উপস্থিতিতে স্বাস্থ্য অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা প্রফেসর (ডাঃ) সঞ্জীব কুমার দেববর্মা প্রথম রেজিস্ট্রেশনটি হাতে তুলে দেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যের তৎপরতায় ত্রিপুরা আয়ুর্বেদ কাউন্সিল গঠন ত্বরান্বিত হয়। গত ১৭ মার্চ রাজ্যে ত্রিপুরা আয়ুর্বেদ কাউন্সিল পুন:গঠিত হয়।
এই কাউন্সিল গঠনের ফলে এ রাজ্যের আয়ুর্বেদ চিকিৎসকরা অশেষ উপকৃত হবেন এবং তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবেন। ডাঃ বিংশতি দে ২০১৭ সালে রাজ্য সরকারের কোটায় মদন মোহন মালব্য আয়ুর্বেদ কলেজ উদয়পুর, রাজস্থানে ভর্তি হয়ে সেখান থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বি এ এম এস পাশ করে এবং ২০২২-২৩ বর্ষে ইন্টার্নশিপ সম্পন্ন করে।