BRAKING NEWS

তুহিনের বোলিংয়ে পিছিয়ে বিশালগড় দ্বি-মুকুট জয়ের লক্ষ্যে সদর-বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের শিরোপা জয়ের চান্স ফিফটি ফিফটি। ঠিক এই মুহূর্তে ট্রফিটি বিশালগড় মহকুমা দল থেকে স্রেফ ১০৮ রান দূরে রয়েছে। হাতে উইকেট রয়েছে সাতটি। পক্ষান্তরে দ্বি-মুকুটের লক্ষ্যে এগিয়ে থাকা সদর বি-র সামনে সাতটি উইকেট দখল জরুরী। বোলারদের হাতে গুরুদায়িত্ব। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনাল ম্যাচ বুধবার থেকে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে শুরু হয়েছে। দুদিনের ম্যাচ। ইনিংসের খেলা। প্রতিদিন ৯০ ওভারের হিসেবে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনে বিশালগড়ের টার্গেট অবশিষ্ট ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে সদর বি-কে পিছিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেওয়া। অপরদিকে সদর-বিও মুখিয়ে রয়েছে ১০৭ রানের মধ্যে বিশালগড়ের সাতটি উইকেট দখল করার জন্যে। বুধবার, সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে বিশালগড় প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। সদর বি প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে প্রায় দিনভর খেলে ৬৭.৪ ওভারে ১৩৭ রানে ইনিংস শেষ করে। উইকেটে টিকে থাকার দারুন কাজটা সদর বি-র ব্যাটার্সরা করলেও ব্যাটে তেমন রান সংগ্রহ করতে পারেনি। অধি দেবনাথের অপরাজিত ৫০ রান, শুভ দাসের ১৮ রান উল্লেখ করার মতো। অধি ১২৭ বল খেলে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। এছাড়া, সন্দীপন দাসের ১৩ রান ও অর্পণ ভট্টাচার্যের ১২ রান দলীয় স্কোর কে কিছুটা সমৃদ্ধ করেছে। ‌ বিশালগড়ের লিটন দাস চল্লিশ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, জয় অধিকারী ও আরিস মজুমদার দুটি করে এবং মানিক আহমেদ, মৃন্ময় ভৌমিক ও সিদ্ধার্থ দেবনাথ একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২০ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ৩ উইকেট হারিয়ে বিশালগড় ৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সদর বি-র তুহিন দেবনাথ একাই তিনটি উইকেট তুলে নেয় মাত্র ৮ রানের বিনিময়ে। বিশালগড়ের সিদ্ধার্থ দেবনাথ ১২ রানে এবং শুভজিৎ দাস আট রানে উইকেটে রয়েছে। বিশালগড় এই মুহূর্তে ১০৭ রানে পিছিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *