BRAKING NEWS

হাইলাকান্দিতে এগজিট পোল সম্প্রচারে নিষেধাজ্ঞা

হাইলাকান্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এগজিট পোল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বেশ কিছু নীতি–নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন।

ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১ জুন সন্ধ্যা সাড়ে ৬–টা পর্যন্ত কোনও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সহ ফেসবুক, সামাজিক মাধ্যম ইত্যাদি প্রচার মাধ্যমে এগজিট পোল প্রচার করতে পারবে না। তাছাড়া আরপি অ্যাক্ট, ১৯৫১ সালের ১২৬ (১) (বি) ধারা অনুসারে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা অপিনিয়ন পোল অর্থাৎ নির্বাচনী সমীক্ষা সহ কোনও ধরনের নির্বাচন সংক্রান্ত খবর প্রিন্ট কিংবা বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না।

হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এগজিট পোল প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশ মেনে চলতে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, ফেসবুক ইউজার, ফেসবুক পেইজ, স্বত্বাধিকারী, হোয়াটসঅ্যাপ, মিডিয়া হাউস সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *