ধরমশালা, ১৫ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের ধরমশালায় তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবারের লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে নেমেছেন কঙ্গনা, মান্ডি সংসদীয় আসনের বিজেপি প্রার্থী তিনি। সোমবার ধরমশালায় গিয়ে তিব্বতী ধর্মগুরুর আশীর্বাদ নেন অভিনেত্রী কঙ্গনা।
তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে সাক্ষাৎ শেষে কঙ্গনা রানাউত বলেছেন, “এই সাক্ষাৎ চমৎকার ছিল, এটি এমন একটি অভিজ্ঞতা ছিল যা আমি সারাজীবন মনে রাখব। আমি মনে করি এমন একজন সন্তর উপস্থিতিতে থাকাটা ব্যতিক্রমী যার চারপাশে নিছক দেবত্ব রয়েছে। তাই এটা আমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর (জয়রাম ঠাকুর) জন্য খুবই আবেগপূর্ণ ছিল। এটা এমন একটা বিষয়, যা আমি সারাজীবন মনে রাখব।”