BRAKING NEWS

রামনবমীতে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত ১১টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে : চম্পত রাই

অযোধ্যা, ১৫ এপ্রিল (হি.স.) : রামনবমীতে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত ১১টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে, একথা জানান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। 

তিনি সোমবার একটি সংবাদিক সম্মেলনে রাম নবমী উৎসব উপলক্ষ্যে রামলালার মন্দিরে আয়োজিত কিছু ব্যবস্থা সম্পর্কে তথ্য দেন। তিনি জানান, শ্রী রাম জন্মভূমি মন্দিরে মঙ্গল আরতির পর ব্রহ্ম মুহূর্তে একইসঙ্গে চলবে অভিষেক, শৃঙ্গার ও দর্শন। শৃঙ্গার আরতি হবে ভোর ৫ টায়। শ্রীরামলালার দর্শন ও যাবতীয় পূজার্চনা চলবে আগের মতোই। তিনি জানান, দর্শনের সময় বাড়িয়ে ১৯ ঘণ্টা করা হয়েছে, যা চলবে মঙ্গলারতি থেকে রাত ১১টা পর্যন্ত। ভগবানকে চারবার ভোগ নিবেদনের জন্য পর্দা মাত্র পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকবে। পর্দা বন্ধ থাকা অবস্থায় তিনি ভক্তদের ধৈর্য ধরে শ্রীরামের নাম জপ এবং পুজো করতে অনুরোধ করেছেন। তিনি জানান, রাত ১১টা পর্যন্ত দর্শন করতে পারবেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *