BRAKING NEWS

গরম জল পড়ে গুরুতর আহত দুই শিশুকন্যা,  সাহায্যের হাত বাড়িয়ে দিল সরকার

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২২ মার্চ: দুই অবোঝ শিশু কন্যার উপর গরম জল ফেলে  গুরুতরভাবে আহত করল অঙ্গনওয়াড়ি সেন্টারের এক শিক্ষিকা। জানা গেছে, গত ২০ মার্চ বুধবার মেলাঘর থানার অন্তর্গত  বৈরাগীমুড়ায় অন্যান্যদের সাথে এলাকার দুই শিশু কন্যা সকালে নির্ধারিত সময় অনুযায়ী অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়। দুই অবোঝ শিশুকন্যা অঙ্গনওয়াড়ি সেন্টারে কিছুক্ষণ শিক্ষা গ্রহণের পর  অঙ্গনওয়াড়ি সেন্টারের বাইরে খেলা করছিল। আর তখনই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষী সরকার দেববর্মা অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর থেকেই গরম জল বাইরে ফেললে সেই গরম জল পাঁচ বছরের পাংতি দেববর্মা এবং সাড়ে পাঁচ বছরের হামাড়ি দেববর্মার শরীরে পরে।

গরম জল তাদের শরীরের পরার পর একজন সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে , অপর শিশু কন্যাটি চিৎকার শুরু করলে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বজ্ঞানহীন শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা এবং হেল্পার কাঞ্চনমালা দেববর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে তারা আহত দুই শিশু কন্যাকে মেলাঘর হাসপাতালে নামমাত্র চিকিৎসা করে বাড়িতে দিয়ে আসে।

সেদিনেই রাতের বেলা আহত দুই শিশু কন্যা ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণায় ছটফট করতে থাকলে তড়িঘড়ি আহত দুই অবুঝ শিশুকন্যার পরিবারের লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। একদিন মেলাঘর হাসপাতালে ভর্তি থাকার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২১ মার্চ  বৃহস্পতিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতাল করে দেয়।

দুই অবোঝ শিশু সন্তানের আশঙ্কাজনক অবস্থার কথা জানতে পেরে অঙ্গনওয়ারী সেন্টারের দায়িত্বজ্ঞানহীন শিক্ষিকা জয় লক্ষ্মী সরকার দেববর্মা নিজের দায়িত্ব খালাস পেতে সামান্য কিছু টাকা আহত দুই শিশুকন্যার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় যা আহতদের একবেলা ওষুধ কেনার টাকাও হয়নি বলে অভিযোগ।

এদিকে, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিদপ্তর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারগুলোকে ত্রিশ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে। প্রয়োজনে  আরো আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর।

এদিকে মন্ত্রী টিঙ্কু রায়ও এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করার পাশাপাশি অভিযুক্তদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *