BRAKING NEWS

উত্তর ত্রিপুরা জেলাশাসকের নেতৃত্বে ধর্মনগরের রোডমার্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর, ১৭ মার্চ: শনিবার লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে কোড অফ কন্ডাক্ট বিথি কার্যকর হয়ে যায়। আগে থেকেই আসা সামরিক বাহিনী এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রোডমার্চ সংঘটিত করলেও আজ অর্থাৎ রবিবার যে রোডমার্চ সংঘটিত হয় তা ১২ তম লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই রোড মার্চে, যোগদান করেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ আহা, বিএসএফ সিআরপিএফ এবং টিএসআর এর জোওয়ানরা।

আজকের এই রোড মাঠ ধর্মনগরের বিবিআই কমপ্লেক্স থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত সংগঠিত হয়। আসন্ন লোকসভা নির্বাচনে যাতে মানুষ নির্দ্বিধায় তার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে কোন ধরনের ভয় পায় ভীতির কাছে নতিশিকার না করে তার জন্য ধর্মনগরবাসীকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে এই ধরনের রোডমার্চ সংঘটিত হয়।

শুধুমাত্র জেলা সদর ধর্মনগরে নয় জেলার বিভিন্ন জায়গাতে এই ধরনের রোডমার্চ চলতে থাকবে বলে প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *