BRAKING NEWS

রঞ্জি : রাঠোরের অনবদ্য ব্যাটিং দুর্দান্ত জয় ছিনিয়ে বিদর্ভ ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। টার্গেট ছিল ৯৩ রানের। উইকেট হাতে ছিল চারটি। খেলা ছিল পুরো একদিনের। কিন্তু ব্যর্থ মধ্যপ্রদেশ। বিদর্ভের বোলারদের শেষসময়ের ভেলকিতে মাত্র ৩০ রানে কুপোকাৎ টেল এন্ডাররা। কার্যত মধ্যপ্রদেশের ফাইনালের স্বপ্ন অধরা ঠেকলো। ৬৩ বল খেলিয়ে বিদর্ভের বোলাররা মধ্যপ্রদেশের শিবিরে শেষ চারটি পেরেক পুঁতে দিতেই বিদর্ভ জয় ছিনিয়ে নেয় এবং ছাড়পত্র পায় ফাইনালে খেলার। তবে বিদর্ভ যেভাবে কাম-ব্যাক করেছে, বোলাররা শেষ সময়ে একটু জ্বলে উঠতেই ফাইনালের স্বপ্ন সফল হয়ে যায় বিদর্ভ শিবিরের। ৯৩ রান সংগ্রহ করার আগে বিদর্ভের বোলাররা মধ্যপ্রদেশের চার উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে। ৬২ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে বিদর্ভ ঐতিহাসিক রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হওয়ার ছাড়পত্র পেয়েছে। এদিকে মুম্বাই ইনিংস সহ ৭০ রানের ব্যবধানে তামিলনাড়ু কে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে একদিন আগেই পৌঁছে গেছে। উল্লেখ্য, নাগপুরের সিভিল লাইন্সে ভিসিএ স্টেডিয়ামে রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে বিদর্ভ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৫৬.৪ ওভারে ১৭০ রানে ইনিংস শেষ করলে জবাবে মধ্যপ্রদেশ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে কুড়ি ওভারে এক উইকেটে ৪৭ রান সংগ্রহ করে‌। দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশ ২৫২ রানে ইনিংস শেষ করলে দিনের শেষে বিদর্ভ চার ওভারে এক উইকেট হারিয়ে ১৩ রান পায়। তৃতীয় দিনে বিদর্ভ ৮৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৪৩ রানে পৌঁছায়। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে বিদর্ভ ৪০২ রানে দ্বিতীয় ইনিংস শেষ করলে মধ্যপ্রদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২১ রানের। দিনের শেষে ৭১ ওভার খেলে মধ্যপ্রদেশ ছয় উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। আজ, বুধবার ম্যাচের অন্তিম দিনে ১০.৩ ওভার খেলে মধ্যপ্রদেশ বাকি চার উইকেটে ৩০ রান যোগ করতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে বিদর্ভের রাঠোর দুর্দান্ত ১৪১ রান সংগ্রহ করে খেলার মোড় ঘুরিয়ে দেয় এবং ম্যাচের সেরার খেতাবও পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *